কিভাবে আইপি টেলিফোন নাম্বার/সংযোগ নিতে হবে?

IP Telephone নাম্বার রেজিস্ট্রেশন করার পদ্ধতিঃ

IP Telephone নাম্বার রেজিস্ট্রেশন করার পদ্ধতিঃ

আইপি টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন করতে অথবা যেকোন বান্ডেল প্যাকেজ এর জন্য নিচের পদ্ধতি গ্রহন করুন।

১) জাতীয় পরিচয় পত্রের উভয় পাশের ছবি, সদ্য নবায়নকৃত ট্রেডলাইসেন্স এর অরিজিনাল কপি (ব্যক্তিগত সংযোগের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রয়োজন নেই) এবং আপনার সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ এর ফরমাল ছবি (অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট হতে হবে। ফটোকপি বা প্রিন্ট এর ছবি গ্রহনযোগ্য হবে না। কোন অস্পস্ট ছবি গ্রহনযোগ্য নয়) জমা দিতে হবে। BTRC ফরম/আবেদন পত্রটি সঠিক ভাবে পূরন করে সাবমিট করুন। ডকুমেন্ট/ছবি অস্পস্ট হলে পুনরায় আবেদন করতে হবে।
BTRC ফরম/আবেদন পত্র পেতে এখানে ক্লিক করুন:
২) ফোন নাম্বার এর তালিকা থেকে ৩টি নাম্বার পছন্দ করে ফরমে উল্ল্যেখ করতে হবে। সঠিক ভাবে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এসএমএস করে কোড পাঠানো হবে এবং একাউন্ট তৈরি করে সকল তথ্য আপনাকে ইমেল করা হবে। আইপি টেলিফোন নাম্বার ডাটাবেজ এর ৩টি পেজ থেকে পছন্দ মতো ফোন নাম্বার শর্ত সাপেক্ষে নির্বাচন করতে পারবেন।
৩) আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার নামে নতুন একাউন্ট তৈরি করে ইনভয়েস করে এসএমএস ও ইমেল করে দেওয়া হবে।
৪) ইনভয়েসটি ২৪-৪৮ ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। প্যাকেজ কাস্টমাইজ করতে হলে আমাদের কল করে প্যাকেজ কাস্টমাইজ করে ইনভয়েস নতুন করে জেনারেট করতে হবে। ব্যাংক অথবা ক্যাশ পেমেন্ট-এ কোন প্রকার অতিরিক্ত পেমেন্ট করতে হবে না। কিন্তু মোবাইল ফান্ড পেমেন্ট-এ ১.৫% চার্জ প্রযোজ্য। চেক পেমেন্ট এর ক্ষেত্রে গ্রাহক নিজ উদ্যোগে আমাদের অফিসে পৌছিয়ে দিবেন এবং মানি রিসিপ্ট গ্রহন করবেন। ফান্ড ট্রান্সফার এর ক্ষেত্রে ট্রানজেকশন এর বিস্তারিত আমাদের ইমেল করবেন।
৫) ইউজার পোর্টাল এর মাধ্যমে পেমেন্ট নিশ্চিত করার পরই কেবলমাত্র সার্ভিস প্রসেস করা হবে।
৬) যেকোন আইপি টিএসপি অপারেটর এর নাম্বার আমাদের কাছে হোস্ট করতে পারবেন। শুধুমাত্র SIP Account থাকলেই আমাদের সার্ভিস গ্রহন করতে পারবেন।
৭) ভিপিএস ছাড়া সকল সংযোগ ২৪ ঘন্টার মধ্যে সচল করে আপনাকে ইমেল-এ জানিয়ে দেওয়া হবে। ভিপিএস এর ক্ষেত্রে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে।

মূল্য ও সুযোগ-সুবিধা
* রেগুলার আইপি নাম্বার রেজিস্ট্রেশন (096XX XXX XXX) ৳ ২০০/=
* এককালীন ইনস্টলেশন চার্জ ফ্রি
** প্রতি মাসে ন্যূনতম ব্যবহার যেকোন মোবাইল অপারেটরে ৫০ মিনিট
** সর্বাধিক অ-ব্যবহৃত সময়কাল ৩০ দিন
ইনকামিং কল (যেকোন নাম্বার) ফ্রি
আউটগোয়িং কল আইপি থেকে যেকোন আইপি নাম্বার ফ্রি
আইপি থেকে যেকোন মোবাইল ফোন অপারেট ৳ ৪৫ পয়সা প্রতি মিনিট
আইপি থেকে বিটিসিএল নাম্বার ৳ ৪৫ পয়সা প্রতি মিনিট
আইপি থেকে শর্ট কোড (১৬xxx) বিটিআরসি কলরেট

১টি কনকারেন্ট কল চ্যানেল ব্যবহারের জন্য মাসিক কোন চার্জ নেই।

শুধুমাত্র রেগুলার ইউজারদের জন্য উপরোক্ত চার্জ প্রযোজ্য!

* এই সুযোগটি রয়েছে শুধুমাত্র সাধারন গ্রাহকদের জন্য। কোন স্পেশাল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
** টকটাইমের কোন নির্দিষ্ট মেয়াদ নেই। তবে প্রতি মাসে আপনাকে নূন্যতম টাকার কথা বলতে হবে। অন্যথায় এটা অব্যবহৃত হিসেবে ধরা হবে। কোন সংযোগ ৩০ দিন অ-ব্যবহৃত অবস্থায় থাকলে সকল প্রকার ইনকামিং ও আউটগোয়িং সুবিধা বন্ধ হবে এবং ৯০ দিন রেখে দিলে সেটা স্থগিত হয়ে যাবে। ১৮০ দিন ব্যবহার না হলে এটার নিবন্ধন বাতিল হবে। তখন বর্তমান গ্রাহক নাম্বারটির মালিকানা দাবি করতে পারবেন না এবং নতুন করে বিক্রয়ের জন্য তৈরি হবে।
** ১৮০ দিন পর কোন সংযোগ বিক্রি হয়ে গেলে কোন প্রকার অভিযোগ প্রযোজ্য হবে না।
*** নতুন সংযোগ এর ক্ষেত্রে বা যে কোন প্যাকেজ আপগ্রেড অথবা পরিবর্তনের জন্য ২৪ ঘন্টা সময় লাগতে পারে।
*** সার্ভিস রিফান্ড এর ক্ষেত্রে সকল প্রকার ব্যাংক চার্জ/প্রসেসিং ফি কর্তন করে বাকি টাকা গ্রাহককে রিফান্ড করা হবে।

>> সকল চার্জের সাথে সরকারী পরিষেবা হিসেবে ১৫% চার্জ প্রযোজ্য। <<

এখন থেকে সংযোগ নেওয়ার আগেই ডেমো একাউন্ট রেজিস্ট্রেশন চেক করতে পারবেন খুব সহজেই।

প্লেস্টোর থেকে Zoiper IAX SIP VOIP Softphone এ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন। নিচের কিউআর কোডটি স্ক্যান করুন। অটোমেটিক সেটিংস হয়ে যাবে।

QR code

আমাদের আইপি টেলিফোন সার্ভিস Zoiper দ্বারা নিবন্ধিত

Zoiper এ্যাপ অটো সেটিংস্ঃ

বাড়ি নং: ৩৬/ই, লেভেল: ৪, ব্লক: ডি, রোড: ২,
বসুন্ধরা, বাড়িধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ

Copyright @ 2023 NEO Technologies all right reserved.