* এই সুযোগটি রয়েছে শুধুমাত্র সাধারন গ্রাহকদের জন্য। কোন স্পেশাল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
** টকটাইমের কোন নির্দিষ্ট মেয়াদ নেই। তবে প্রতি মাসে আপনাকে নূন্যতম টাকার কথা বলতে হবে। অন্যথায় এটা অব্যবহৃত হিসেবে ধরা হবে। কোন অ-ব্যবহৃত সংযোগ ৯০ দিন রেখে দিলে সেটা স্থগিত হয়ে যাবে এবং ১৮০ দিন ব্যবহার না হলে এটার নিবন্ধন বাতিল হবে। তখন বর্তমান গ্রাহক নাম্বারটির মালিকানা হারাবেন এবং নতুন করে বিক্রয়ের জন্য তৈরি হবে।
** ১৮০ দিন পর কোন সংযোগ বিক্রি হয়ে গেলে কোন প্রকার অভিযোগ প্রযোজ্য হবে না।
*** নতুন সংযোগ এর ক্ষেত্রে বা যে কোন প্যাকেজ আপগ্রেড অথবা পরিবর্তনের জন্য ২৪ ঘন্টা সময় লাগতে পারে।