আমরা ক্যাশ, ব্যাংক চেক, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট গ্রহন করি। অনুগ্রহ করে নিচের তথ্যগুলো দেখুনঃ

আমরা NEO Technologies Bangladesh -এর প্রতিষ্ঠান

অনলাইন পেমেন্ট (Online Payment):

প্রথমে আমাদের অনলাইন পোর্টালে লগিন করতে হবে। সেজন্য, নিচের লিঙ্কে ক্লিক করুন।
my.neotechbd.com
আপনার ইউজারনেম হিসেবে ইমেল আইডি ব্যবহার করুন। পাসওয়ার্ড ভুলে গেলে (Forgot Password?) ক্লিক করে রিসেট করে নিতে পারেন। সাহায্য প্রয়োজন হলে অনুগ্রহ করে কল করুন: ০৯৬৭৮২২১১১১ নাম্বারে।
* আপনার অপরিশোধিত বিল পরিশোধ করতে অনুগ্রহ করে নিচের পদক্ষেপ অনুসরন করুন।
>> Billing> My Invoices> (এখানে আপনার অপরিশোধিত বিল গুলো দেখা যাবে)
>> অপরিশোধিত বিল নাম্বারে ক্লিক করে ওপেন করুন। ডান পাশের মাঝের দিকে পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করতে পারবেন।
>> পেমেন্ট পদ্ধতি নির্বাচন করলেই ডান পাশের উপরে তার নির্দেশনা দেখা যাবে। সেটা অনুসরন করুন।

* রিচার্জ করতে Service মেনু থেকে Order a new service এ ক্লিক করুন। এখানে রিচার্জ এর পরিমান ও মেয়াদ দেখে Order Now-তে ক্লিক করুন। আপনার আইপি টেলিফোন নাম্বারটি দিয়ে Continue করুন। এবার Checkout -এ ক্লিক করুন। পেমেন্ট ডিটেইলস্ নির্বাচন করে Complete Order করুন।
> অর্ডারটি প্লেস হয়ে যাবে। আনপেইড ইনভয়েসটি পেমেন্ট সম্পন্ন করুন।

ক্যাশ পেমেন্ট:

বাড়ি: ৩৬/ই, লেভেল: ৪, ব্লক: ডি, রোড: ২,
বসুন্ধরা, বাড়িধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

ব্যাংক পেমেন্ট: 

Bank: Eastern Bank Limited, Motijheel Branch.
Account Number: 102 107 022 9850
Account Name: NEO Technologies
Routing Number: 095274241
(নিশ্চিতকরন রশিদ বা ট্রানজেকশন এর বিস্তারিত আমাদের ইমেল বা WhatsApp করুন)

মোবাইল ব্যাংকিং:

বিকাশ: ০১৭১৭৪ ৪৫৬৭৮ (মার্চেন্ট)
বিকাশ: ০১৭৩২ ২২২২৫২ (পারসোনাল)
নগদ: ০১৭৩২ ২২২ ২৫২ (পারসোনাল)
রকেট: ০১৭৩২ ২২২২৫২-৭ (পারসোনাল)
(সকল মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে ১.৫% চার্জ প্রযোজ্য)

Best Technology support

বাড়ি নং: ৩৬/ই, লেভেল: ৪, ব্লক: ডি, রোড: ২,
বসুন্ধরা, বাড়িধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ

Copyright © 2016-25 by NEO Technologies | All Rights Reserved.